পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[R] নকেতন মোলারের কাছ থেকে যে টাকা পেয়েছিস তার থেকে ছবির কাগজ পাঠাস। Der Kinst টা লাগল ভালো। প্যারিস থেকে নানা রঙের কালী এনেছিলুম, ছবি আঁকতে সেগুলো খুব ভালো, তোদের ওখানে যদি তেমন ভালো কালী থাকে এক সেট পাঠাবার চেষ্টা করিস। ছবিগুলো দুশোটাকার ইনস্তোর করে পাঠাস্। বাকি টাকা তোর নিজের হাতে রেখে দিস, যদি কখনো কিছু দরকার পড়ে ব্যবহার করতে পারিস। বুড়ি দিল্লি থেকে শান্তিনিকেতনে এসেচে। শরীর খুব রোগ দুর্বল হয়ে গেছে । আমি এপ্রেলের গোড়ার দিকে বোধ হয় পারস্তে যাব, Air Mail-এ । আশা করি লাইপূজিকে তোর কাজের একট। কিছু জোগাড় করতে পেরেছিস্ । ওখানে তোর কত দিন লাগবে । ইতি ১৫ ফেব্রুয়ারি ১৯৩৮ দাদামশায় ১৯৩১ হইবে ।