পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छुणग्नु রুণু রূপু কুন্থ বাজিছে নূপুর, श्रुल् श्रृक् चक्षू ऎं शैङिन्रब, বলয়ে বলয়ে বাজে কিনি ঝিনি, তালে তালে উঠে করতালিধ্বনি— নাচ, গুণমা, নাচ, তবে । নিরালয় তোর বনের মাঝে সেথা কি এমন নূপুর বাজে ? বনে তোর পাখী আছিল ৰত গাহিত কি তার মোদের মত এমন মধুর গান ? এমন মধুর তান ? কমলকরের করতালি হেন দেখিতে পেতিস কবে ? নাচ, তামা, নাচ, তবে ! বন্দী বোলে ভোর কিসের ছুখ ? বনে বল তোর কি ছিল স্থখ ? বনের বিহগ কি বুঝিবি তুই আছে লোক কত শত বারা, তামা, তোর মত এমনি সোনার শিকলি পরিয়া সাধের বন্দী হইতে চায় ! এই গীতরবে হোয়ে ভরপুর उनि उनि ७ड़े कब्रभन्शूद्र জনম জনম নাচিতে চায় ! সাধ কোরে ধরা দেয় গো তারা, সাথে সাথে ভ্ৰমি হয় গো সারা, ফিরেও দেখি নে— ফিরেও চাহি নে— Ꮌ8Ꮌ