পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉8や রবীন্দ্র-রচনাবলী চল ভরা করে যাই দেখিবারে ফুলশয্যা অনিলের । অলকা। এত খনে, সখি, এসেছে লেখায় যতেক গ্রামের লোক । দামিনী [ হাসিয়া ] এসেছে বিনোদ ! লীলা । [ হাসিয়া ] এসেছে প্রমোদ ! বিনো [ হাসিয়া ] এসেছে সেখা অশোক ! মাধবী { হাসিয়া ] এসেছে বিজয় ! চারু । [ চিবুক ধরিয়1] স্বরেশ রয়েছে পথ চেয়ে তোর তরে ! व्वळक । আয় তবে ত্বর করে ! নলিনী। ভাল, সখি, ভাল, চল তবে চল— জালাস নে আর মোরে! তৃতীয় সর্গ মুরলা ও অনিল অনিল ৷ ও হালি কোথায় তুই শিখেছিলি বোন ? विषā अथव्र छू िचछि शैौदग्न शौtब्र प्लेि অতি ধীরে ধীরে ফুটে হাসির কিরণ। অতি ঘন মেঘমালা ভেদি স্তরে স্তরে, বালা, সায়াহ্ন জলদাপ্রাস্তে দেয় যথা দেখা মান তপনের স্বছ কিরণের রেখা। কত ভাবনার স্তর ভেদ করি পর পর ওই হাসিটুকু আসি পহুছে অধরে । ও হাসি কি অশ্রজলে সিক্ত থরে থরে ? ও হালি কি বিষাদের গোধূলির হাল ? :