পাতা:প্রমোদকামিনী কাব্য.pdf/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

উপহার।

পরম প্রণয়াস্পদ শ্রীযুক্ত হেম চন্দ্র মুখোপাধ্যায়

প্রিয়বরেষু।

ভাই হেম।

 আমার এই কাব্যমালা তোমার গলদেশে প্রদান করিলাম! কুসুম রমণীয় হউক বা না হউক—গাথনি দশ জনের মনোরঞ্জন করিতে পারুক বা না পারুক, যদি তুমি তোমার প্রিয় বয়স্যের আদরের ধন আদর কর, আমি আমার প্রমোদ-কামিনীকে সুদ্ধ তোমার আদরে আদরিণী করিয়া যাবজ্জীবন সুখী হইব।

ইতি।

তোমার চিরপ্রিয়,
গ্রন্থাকার।