পাতা:নটীর পূজা - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

 নটীর পূজা অবদানশতকের একটি কাহিনী অবলম্বনে রচিত। এই কাহিনীটি অবলম্বনে কথা ও কাহিনীর অন্তর্গত পূজারিনী কবিতাটিও রচিত হইয়াছিল।

 ১৩৩৩ সালের ২৫ বৈশাখ সায়ংকালে রবীন্দ্রনাথের জন্মোৎসব উপলক্ষ্যে নটীর পূজা প্রথম অভিনীত হয়—অভিনয়স্থল উত্তরায়ণ, কোণার্ক, শান্তিনিকেতন। শান্তিনিকেতনের নিম্নোল্লিখিত ছাত্রীগণ বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হইয়াছিলেন:

 লোকেশ্বরী॥ শ্রীমালতী সেন

 মল্লিকা॥ শ্রীঅমিতা সেন

 রাজকুমারীগণ॥ শ্রীমমতা সেন, রমা মজুমদার, শ্রীলতিকা রায়, শ্রীচিত্রা ঠাকুর, শ্রীজ্যোৎস্না চট্টোপাধ্যায়

 উৎপলপর্ণা॥ শ্রীইভা বসু

 শ্রীমতী॥ শ্রীগৌরী বসু

 মালতী॥ শ্রীঅমিতা চক্রবর্তী

 রাজকিংকরীগণ॥ অমিতা সেন বা খুকু, ও অন্যান্য

 রক্ষিণীগণ॥ শ্রীসুমিতা চক্রবর্তী ও অন্যান্য

 প্রথম অভিনয়ে উপালি চরিত্র ছিল না, উপালি চরিত্র সংবলিত সূচনা অংশও গ্রন্থের প্রথম মুদ্রণের সময় ছিল না। ১৩৩৩ সালের ১৪ মাঘ কলিকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে দ্বিতীয় অভিনয়ের সময় ঐ অংশ যোজিত হয়, উপালির ভূমিকায় রবীন্দ্রনাথ অভিনয় করিয়াছিলেন। নটীর পূজার সূচনা অংশ দ্বিতীয় সংস্করণে মুদ্রিত হয়।