পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপূৰ্ব্বকে যে চিঠি লিখেছিলুম সেটা সে ইংরেজিতে অনুবাদ করেছে । আপনাকে পাঠাবার জন্যে তাকে লিখে দিয়েছি । সেদিন যদুবাবুর সমালোচনা সম্বন্ধে আপনাকে একটা দীর্ঘ পত্র লিখেচি । সেটা কি পাননি ? আপনার আজকের পত্রে তার উল্লেখ নেই কেন ঠিক বুঝতে পারলুম না । ইতি ১০ অক্টোবর ১৯২৮ আপনার শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর ১১ অক্টোবর ১৯১৮ শান্তিনিকেতন প্রীতিনমস্কার নিবেদন--- সেদিন যত্নবাবুর সম্বন্ধে চিঠিখান লেখার পরেই মনে সংশয় উপস্থিত হয়েছিল । আমার শরীর ক্লান্ত এবং মন নান”প্রকার তুৰ্য্যোগে এ ত অত্যন্ত উদ্বেজিত যে এই ব্যথিত অবস্থায় ছোট আঘাতও বড়ো হয়ে ওঠে — এখন শান্তভাবে বিচার করা কঠিন । কিন্তু মনের মধ্যে নিয়তই এই কথাটা জেগে ছিল যে ঐ চিঠি আমার যোগ্য হয়নি। আপনি ওটা ছাপতে চান না শুনে আমি আরাম বোধ করলুম। নাম্নী কবিতাটার কয়েক কপি যদি পাঠিয়ে দেন ত কাজে লাগাতে পারব । > ミ >