পাতা:প্রমোদকামিনী কাব্য.pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রমোদকামিনী কাব্য।
২৯


হয়েছো কি প্রিয়তম মিত্রেতে বঞ্চিত?
অথবা রমণী হেতু,
ভাঙিয়া আশার সেতু,
পড়েছো ঘাতনা জলে কণ্টকে বেষ্টিত?

জলবিম্ব সম, পু্ত্র! নারীর প্রণয়;–
অঙ্গ ভঙ্গি দেখাইয়া,
পুরুষেরে মজাইয়া,
ভঙ্গ দেয় রঙ্গরসে হইয় নিদয়।

দিনমণি-প্রণয়িনী সরোবরে স্থান
চেয়ে থাকি পতি পানে,
গোপনে পরেরে আনে,
মধকরে বঁধু করে করে মধুদান!

পদাঘাতে রমণীরে করহ বৰ্জ্জন;–
কামিনী দামিনী প্রায়,
দেখিলে আঁখি যুড়ায়,
কিন্তু সে অনলরাশি পরশে নিধন;