পাতা:প্রমোদকামিনী কাব্য.pdf/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রমোদকামিনী কাব্য।

কোথা সে মোহন হাসি?
নলিনি! বল প্রকাশি,
কি সুখে বঞ্চিত হয়ে এমন মলিনী লো?
কে করেছে অনাদর সরোজ-কামিনী লো?

“বল সখি! সত্য করি,
আজি বল সখি! সত্য করি লো,
উদিত হলে মিহির,
শোষে সরোবর-নীর,
সে তাপে তাপিত তুমি না হও সুন্দরি লো!
হায় কি এমন দুখ?
শুকাল সরোজ-মুখ!
তোমার অসুখে, সই! ইচ্ছা করে মরি লো।
আয় বোন্‌! দুই বোনে কাঁদি গলা ধরি লো।

“দেখিয়াছি কত দিন;
আমি দেখিয়াছি কত দিন লো;—
মলয় সমীর আসি,
সযতনে হাসি হাসি,
দোলাইতো, তুমি যবে আছিলে নবীন লো।