পাতা:প্রমোদকামিনী কাব্য.pdf/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮
প্রমোদকামিনী কাব্য।


“করেছে তিমিরা নিশা গতি দৃষ্টি রোধ,
এস বৎস! মোর ঘরে,
যেওনা সাহস করে,
কেটোনা জীবন-তরু হইয়া নির্ব্বোধ।”

অগত্যা চলিল সতী যোগির সহিতে,—
মনের যাতনানল,
জ্বলিল করিয়া বল,
নলিন-নয়নে ধারা লাগিল বহিতে।

বৃথা চেষ্টা করে যোগী সান্ত্ব্না কারণ,
মন পুড়ে যে অনলে,
সে জ্বালা না যায় মলে!
জলে কি বাড়বানল নিবে রে কখন?

পর দুঃখে দুঃখী হয়ে সুজন তাপস
কহিছে বিনয় ভাষে—
“কি দুঃখে জীবন ভাসে?
কহ বৎস! কি লাগিয়া এমন বিরস?