পাতা:প্রমোদকামিনী কাব্য.pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রমোদকাহিনী কাব্য।
১৩

অকলঙ্ক সুনির্ম্মল,
স্নেহ করে টল মল;
প্রতিক্ষণে নব নব আনন্দ উদয় লো।
অনুপ এ প্রেম-নিধি যশের আলয় লো!

“সই! পরীক্ষা কারণ,
স্নেহ, সই! পরীক্ষা কারণ লো,—
এক দিন করি ছল,
বদনে দিয়ে অঞ্চল,
ঘুমালেম্‌ মিছা ঘুম মুদিয়া নয়ন লো।
কত যে মধুর স্বরে।
তুষিলেন সমাদরে;
হরষে সুখ-সরসে হলেম মগন লো।
এত আদরের হয়ে এখন এমন লো!

“কিছু চিরদিন নয়!
কভু, কিছু চিরদিন নয় লো!—
সাগর নদী ভূধর,
শশধর দিনকর,
এক দিন কাল-গ্রাসে সব হবে লয় লো।