পাতা:অমৃত গ্রন্থাবলী প্রথম ভাগ.pdf/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8b” বাসায় যেও, তা’র মুখে শুনলে আর উঠতে Fi८६ न! । প্রথম । বোম্বাইও সঙ্কর খাসা ! আমাদের এ পোড়া দেশেই কিছু নেই। দ্বিতীয়। শুনছি, সরকার বাহাদুর না কি রাজার ওপর হুকুম দিয়েছেন যে, দেড় বৎসরের মধ্যে বরদাকে কলকে তা সহরের মত ক’রে দিতে হবে । প্রথম । ও বীজে কথা । এ জায়গা আবার কলকে তা সহরের মত হবে। আর তা চয়েও কাজ নেই | সহরের মত এখানে লোক ক'টা আছে যে, অত খাজনা দেবে ? ( আমিনার প্রবেশ ) ইস, আমিন বিবি ষে, ভোর ফিরতে গেছিলে না কি ? # আমিন। কেন, যাব না কেন ? আমার fক সখ নেই ? আমি যখন বিলেতে ছিলেম, তখন রোজ হাইট, পার্কে হাওয়া খেতেম। দ্বিতীয় । আচ্ছ। আমিন বিবি । বিলাত সহর কেমন ? কলকেতার মতন ? আমিন । কলকেত তা’র কাছে আঁস্তাকুড় । সেখান থেকে এলে আর এখানে থাকতে ইচ্ছা করে না । মাইরি ভাই, এখানকার হাওয়া আর আমায় সয় না। এই দেখ না, কি ময়লা হয়েছি, আর জাহাজ থেকে যখন নেবেছিলুম, তখন দেখেছিলে ত। না, তুমি বুঝি তখন হেথা ছেলে না— দেখলে মুণ্ডু ঘুরে যেত । দ্বিতীয়। ছিলুম না, ভাগই হয়েছে। মূও ঘূরে গেলে বিষম বিভ্রাটে পড়তুম ; কোন দিকে যেতে কেনে দিকে যেতেম। তা এবার তুমি মেম সাহেবের সঙ্গে বিলাত গেলে না কেন ? আমিন। না ভাই, গেল বারে মুস্থিলে অমৃত-গ্রন্থাবলী।

  • tफ़श्रिणभ, श्रांबांग्न शनि ¢मरे व्रकम श्ब्र, তাই গেলেম না ।

প্রথম। কি, জাহাজে ঝড়-তুফান পেয়েছিলে না কি ? स्रांशिनी । म डाँझे ! cभ ७क भजांब्र কথা, তা আর শুনে কাজ নেই । দ্বিতীয় । কি বল না ? আমিন। আর ভাই ! সেখানকার একজন সাহেব আমার দেখে পাগল হয়েছিল । আমায় বিয়ে করবার জন্যে পেড়াপেড়ি করেছিল, তা মুখে আগুন, তাকে আমি বে কত্তে যাব কেন ? দ্বিতীয় । সে বুঝি আমারই মতন সাহেব ? আমিনা । না, সে সেথায় এক জন বড় সাহেবের বাবুরূচি ছিল, তা সেই সাহেব না কি অনুগ্রহ করে তাকে বাঙ্গালা মুল্লুকের কোথাকার পুলিসের বড় সাহেব ক’রে পাঠিয়েছে। তা’র এখন খুব দব দবা। শুনছি না কি শীগগির আমাদের সাহেবের মত বড় লোক হবে । প্রথম । গাছ হ ! আমিন বিবি ! এমন দাও ছেড়ে দেও, তখন যদি বাবুরুচি সাহেবকে বিয়ে কত্তে,তা হ’লে এখন পুলিসবিবি হয়ে সাহেবের বগলে বাদুড়, ঝোল। হয়ে হাওয়া খেতে পারতে । - (ত্রস্তভাবে তৃতীয় তৃত্যের প্রবেশ ) তৃতীয়। বেশ যা হোকৃ, মেয়েমানুষের সঙ্গে খোসগন্ন করবার এই ঠিক সময়, ওদিকে ধে কি সর্ব্বনাশ হয়েছে, তা’র খবর রাখ না ? সকলে । ( ব্যগ্রভাবে ) কি, হয়েছে কি ? कृउँौब ।। ५९म छिछांनां कtझन "श्tब्रtछ् কি ?”সাহেব আজ সরবং খেয়েই ঢলে পড়ে८झन ! प्रश्। ठो श्र छ ! गोरश्द यणप्झम, नम्न