পাতা:দানবদলন কাব্য.pdf/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৩৮ ]

যেন! সচঞ্চল চোখে চাহে বারবর
চারিদিকে দেখিবারে সে রূপ মাধুরী,
শুম্ভ মন সরসীর সুখের হিল্লোল।
শেখরে শেখরে ফেরে, কন্দরে কন্দরে!
নিকুঞ্জেতে উকি দেয়, বৃক্ষোপরি চাহে—
কোথায় বা কি!—কিছু না দেখিতে পায়;—
অন্তর্হিত মহামায়া পাতি মায়া জাল!
অহঙ্কার ভরে তবে কহে সুগ্রীবেরে;—
"কোথা হে সুগ্রীব, কোথা সে মানিনী? দেখ
মোর প্রতাপের ঝড়ে, ভাঙ্গিয়া থাকিবে
বুঝি দর্প চুড়া তার; লুকায়ে থাকিবে
ভয়ে বুঝি কোথা বামা।—কে বা না ডরায়
মোরে, দৈত্য সেনাপতি আমি; হুহুঙ্কারে
উথলি জলধি; ঘুরে বাসবের মুণ্ড,
ঘুরাই যদ্যপি আমি এ ধূম্র লোচন।
কানেতে লাগাই তালা দিকগজগণ,
যদি টঙ্কারি এ ধনু। করিবারে পারি
পদাঘাতে ছাতুনাতু এই ভূমণ্ডলে।
দন্তের রগড়ে মোর কড় কড় রবে
ঝলকে বেরোয় অগ্নি তড়িতের প্রায়!
করবার খুলি নাক কভু কোষ হতে;
পাছে যম ডরি যারে না আসে সমরে।