পাতা:দানবদলন কাব্য.pdf/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৮৬ ]

দূত! কি ঘটিল বল?—কোথা চণ্ডমুণ্ড?
চণ্ডমুণ্ড যবে রণে কি ভয় তোদের?”
সম্বরিয়া শ্বাস তবে কাতরে সুগ্রীব
কহিল;—"রাজন, সত্য কি ভয় মোদের
চণ্ডমুণ্ড যবে রণে। চণ্ডমুণ্ড প্রভো,
কোথা এবে?—দুই ভাই ত্যজেছে সংসার,
দেবগণ সহ রণে রুদ্রাণীর শেলে;
ভেঙ্গেছে দক্ষিণ বাহু আমাদের দেব।”
নত কৈল মুখ দূত সজল নয়নে।
বাড়ব অনল যেন জ্বলিল সাগরে;
জ্বলিয়া উঠিল কোপ শুম্ভের মানসে
শুনি রুদ্রাণীর নাম, দেবতাগণের।
ফুলিয়া উঠিল বুক, কাঁপিল অধর,
কুটিল হইল ভ্রূ; রোষে সিংহাসনে
চপেট আঘাত করি উঠি দাঁড়াইলা।
ঈষৎ নাড়িয়া ঘাড় লাগিলা কহিতে;—
"কি বলিলি, রে সুগ্রীব,—মৃত চণ্ডমুণ্ড?
বটে বটে তাই বটে, ভেবেছিলাম যা,
নৈলে, কেনবা পড়িবে, সে ধূম্রলোচন,
সামান্য নারীর করে। শঙ্করীরই ছল
বটে; দেবগণে লয়ে এসেছেন বুঝি
চণ্ডী দেখাইতে মোরে দানব-দলন-