পাতা:দানবদলন কাব্য.pdf/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৬০ ]

শর শব্দে দিক দশ আকুল হইল,
শিথিল হইল ব্যুহ, অস্থির দুভাই;
বিস্মিত অন্তরে চণ্ড কহে তবে মুণ্ডে;
"ভাই, একি অসম্ভব; অবলার ভুজে,
এহেন অদ্ভূত শক্তি, কাল মরীচিকা,
হবে বুঝি এ মহিলা প্রমদার রূপে।
"কি চিন্তা ইহাতে ভাই (কহে তবে মুণ্ড)
ধরি আমি ধনু, দেখ কালমরীচিকা
ও প্রমদা কত দূর পলাইতে পারে,
মোর সতৃষ্ণ বাণের আগে; করিতেছি,
প্রকৃত শোণিত সর, এখনি উহারে।”
বজ্রনাদে বীরবর টঙ্কারিলা ধনু।
ধরিয়া ভায়ের হাত কহে তরে চণ্ড;—
"ভাই, থাক তুমি, আমি যুঝি ওর সনে
কালের কুটিল গতি, কি জানি কি হয়,
শৈবালের দলে বদ্ধ হয় মত্তকরি।”
"কে মানাতে পারে বাগ, অদৃষ্টেরে বল?
(কলিলা মুণ্ড) কি হেতু, বীরধর্ম্ম তবে
বিলোপ দনুজরত্ন, নিবারি আমায়
রণে। ধরিয়াছি ধনু আমি; দেহ আজ্ঞা
যাক প্রাণ রাখি মান, অসুর কুলের।
বীর ধর্ম্ম নহে সত্য, নিবারিতে রণে,