পাতা:দানবদলন কাব্য.pdf/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৭৯ ]

কহিতে লাগিলা বীর, খেদে;—"হা বিধাতঃ!
কি করিলে ডুবাইলে, অতল সলিলে
বীরত্বের চূড়া? মরি, নিবাইলে মোর
সুখখনির আলোক, অভিভূত আহা,
করিয়া আমায় ঘোর শোকঅন্ধ কূপে।
আচ্ছাদিলে কেন মোর সুখের প্রত্যূষে
চির দুঃখ কুয়াসায়। আহা মরি কেন,
লুকালে আমার সেই পূর্ণ শশধরে,
কাল মেঘ আড়ে। উঠ ভাই, কথা কও,
ডাক উঠি মোরে প্রিয় ভ্রাতৃ সম্বোধনে;
যুড়াক তাপিত প্রাণ শুনে তব রব।
ভাই! মাতৃ গর্ভে, সে সঙ্কোচ কারাগারে,
ছিলাম দুজনে সুখে, একত্রে; জনমি
দুই ভায়ে দুই স্তন করিয়াছি পান,
জননীর, পরস্পর মুখচন্দ্র হেরে
আনন্দ সাগরে ভাসি। খেলিয়াছি দোঁহে
বাল্য খেলা। এবে কেন যৌবন প্রারম্ভে,
সুখের সময়ে ভাই ঘটাইলে হেন
অনন্ত বিচ্ছেদ! খেদে প্রাণ যায়, হেরি
নীরব রসনা তব বাগ্বাণির বীণা,
বাজিত নিয়ত যাহা সুমধুর বোলে।
মুদিয়া নয়ন কেন পড়ে ধরাসনে,