পাতা:দানবদলন কাব্য.pdf/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৫৯ ]

শ্যামল শরীরে রাখি রুধিরের রেখা।
দর্পে ধরি ধনু গৌরী উঠি দাঁড়াইলা।
ঈষৎ কোপেতে অঙ্গ সচঞ্চল মরি;
সুমন্দ সমীরে যেন অনলের শিখা!
প্রীতি বিস্ফারিত চোখে দেখে দুই ভাই
কুসুমে লোহিত রাগ, কামিনীর কোপ।
কহিলা উল্লাসে মুণ্ড;—"ভাল রসবতি,
ভাল সাজিলা এখন! কেমনে গণিব,
সত্য, কেমনে গণিব, এত অস্ত্রপাত;
হানিতেছে শেল বুকে, উচ্চকুচ যুগে,
অন্তর জর্জ্জর পুনঃ কটাক্ষের বাণে,
আবার ধরিলে ধনু? সম্বর কোপনে,
সম্বরঅরির বাণ; এড় যত সাধ
লৌহময় বাণ রাশি নাহি ডরি তারে।”
"লৌহময় বাণ তবে সম্বর দনুজ,
সম্বর কালের ঘা, (কহিলা ভবানী)
ধর অস্ত্র দুই ভাই দৈত্যকুল সহ,
নিবার আমার বাণ, (একাকিনী আমি)
আকাশ ভাঙ্গিয়া ফেলি রক্ষ হাত দিয়া।
কার্য্যেতে প্রকাশ বীর, বীরত্ব আপন।”
এত বলি বাণ ধারা বর্ষিতে লাগিলা
চণ্ডী রোধিয়া বিমান পথ; স্বন্‌ স্বন্‌