পাতা:দানবদলন কাব্য.pdf/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৮৫ ]

কহিলা;—"বধিব তোরে করিয়াছি পণ,
দৈত্য, মর তবে যাহে তব অভিরুচি;
আসন্ন কালের বাঞ্ছা পূরাণ উচিত।”
হানিলা সে শেল বজ্রবক্ষে মহাকালী।
ভেদিলা ফলক মর্ম্ম, প্রবেশি হৃদয়ে।
পড়িলা ভূতলে বীর;—পড়িল পাহাড়!
ভঙ্গ দিল দৈত্য সৈন্য। জয়োল্লাস তবে
আরম্ভিলা মহামার অমর নিকর।


ইতি দানব দলন কাব্যে চণ্ডমুণ্ড বধো নামক চতুর্থ সর্গ।

পঞ্চম সর্গ।

ঊর্দ্ধশ্বাসে আসি দূত, সাহসী সুগ্রীব
দাঁড়াইল রাজ আগে, মলিন বদন,
আকুল নয়ন যুগ, চঞ্চল শরীর,
ফুলিছে নাসার রন্ধ, ঘন ঘনশ্বাসে,
অবাক!—অবাক শুম্ভ দেখি তার ভাব!
স্তব্ধ প্রায় থাকি ক্ষণ জিজ্ঞাসিলা তারে;—
"কেনরে এমন ভাব দেখি তোর আজ