পাতা:প্রমোদকামিনী কাব্য.pdf/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



বিজ্ঞাপন।


আলিবর্‌ গোল্‌ডস্মিথ সাহেবের “হারমিট্” নামক উৎকৃষ্ট কবিতা অবলম্বন করিয়া এই প্রমোদকামিনী কাব্য রচিত হইল। বিশুদ্ধ প্রণয় বর্ণন এবং স্ত্রীলোকের স্বভাব প্রকটন এই গ্রন্থের মুখ্য উদ্দেশ্য। এক্ষণে সাধারণ-সমক্ষে প্রার্থনা এই যে, বিদ্যোৎসাহী মহোদয়গণ ক্ষণ কালের নিমিত্ত এই ক্ষুদ্র কাব্য খানির প্রতি কৃপাকটাক্ষপাত করেন। তাহা হইলেই আমার শ্রম সফল এবং আমি কৃত কৃতার্থ হইব।

 পরিশেষে সাতিশয় কৃতজ্ঞতা প্রকাশ পূর্ব্বক স্বীকার করিতেছি যে, বরাহনগর নিবাসী আমার বন্ধু শ্রীযুক্ত বাবু বীরেশ্বর ঢোল এবং শ্রীযুক্ত বাবু রামচন্দ্র ভট্টাচার্য্য ইহার মুদ্রাঙ্কন বিষয়ে অনেক উৎসাহ প্রদান করিয়াছেন। তাঁহাদের উৎসাহ ব্যতীত আমি এরূপ কার্য্যে সাহসী হইতে পরিতাম না।

বরাহনগর।
১৭ বৈশাখ।
শ্রীআশুতোষ শর্ম্মা।