পাতা:দানবদলন কাব্য.pdf/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১১১ ]

বিস্ময়ে ফেলিয়া পালি, দাঁড়ায় অবাক;
দাঁড়াল নিশুম্ভ শূর থামাইয়া রথ,
অমর সেনানী কুলে দেখিয়া সম্মুখে,
সমর তরঙ্গ রঙ্গ ক্ষণ পরি হরি।
ফিরাইয়া আঁখি বীর নিমিষে হেরিলা,
সকলের মুখ; চিত্রকর চিত্রাগার
চিত্রাবলি যথা হেরে কোন আগন্তুক!
ধরিলা ধনুক বীর তবে দর্প ভরে,
ধরিলা অমর কুল নিজ নিজ অস্ত্র।
বাজিল তুমুল যুদ্ধ হেথায় নূতন।
ওদিকে ভৈরবী ভীমা হুহুঙ্কার নাদে,
অগ্নি, বায়ু, যক্ষ, রক্ষ, মাতৃগণে লয়ে
পশিলা অসুর ব্যূহে রক্তবীজ যথা।
গভীর গরজে মহা বিঘোর কল্লোলে,
উথলিল রণ সিন্ধু; ফেলিল মুখস,
হইল অশ্বের ত্বরা; ঝর ঝরে মদ,
ঝরিল মাতঙ্গ শুণ্ডে; টস্‌ টসে শ্বেদ
গলিল সৈন্যের দেহে; প্লাবিত ধরণী
হইল শোণিত পাতে; ভাসিল সংসার,
মরি, আঁখি নীরে যেন হেন উৎপীড়নে!
কত ক্ষণ পরে তবে চাহিয়া চামুণ্ডা
হেরিলা সে রক্তবীজে; প্রলয়ের প্রায়