পাতা:খগোলবিবরণ (নবীনচন্দ্র দত্ত).pdf/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*}. জোয়ারভাট t *&ঃ - ১৫১ পৃথিবীর কেন্দ্র অর্থাৎ মধ্যস্থণ্ড । મૂર્તિરૂં थः लििहिउ স্থান চঞ্জের ঠিক নিম্নভাগে অবস্থিত এবং অন্যান্য অংশ । অপেক্ষ তাহার নিকটবর্তী, এনিমিত্ত সেই স্থানের জল চজ কর্তৃক অধিক আকৃষ্ট হওয়াতে স্ফীত হইয়। উঠিয়াছে, এবং তাছার পার্শ্ববৰ্ত্তী স এবং ক চিহ্নিত স্থানের জল সঙ্কুচিত হইয়া পড়িয়াছে, অর্থাৎ খ স্থানে জোয়ার এবং স ও ক স্থানে ভাটার উৎপত্তি হইয়াছে । গ চিহ্নিত স্থান সৰ্ব্বাপেক্ষ দূরবর্তী এনিমিত্ত তথায় চন্দ্রের আক র্যণ সৰ্ব্বাপেক্ষ অল্প, কারণ পূর্বে উল্লিখিত হইয়াছে যে আকৃষ্ট বস্তু যত দূরে গমন করে অাকর্ষণ প্রভাব সেই দুরত্বের বংfানুসারে হ্রাস হইতে থাকে । অতএব ঐ গ চিহ্নিত জলীয় ভাগ ব্যতিরেকে অবশিষ্ট সমুদায় ভাগ চন্দ্র কর্তৃক । অধিক আকৃষ্ট হওয়াতে, তাহ চন্দ্রেরদিকে কিছু দুর উখিত হয়, এনিমিত্ত ঐ সৰ্ব্বাপেক্ষ অধঃস্থিত গ চিহ্নিত ভাগ পশগৎ পড়িয়া থাকে । এদিকে ঐ গ চিহ্নিত স্থানে কেম্রাপসারণী শক্তির প্রাদুর্ভাব হয়; সুতরাং সেই অংশ স্ফীত হইয় উঠে, গ চিহ্নিত স্থান স্ফীত হইয়। উঠিলে তাছার পার্শ্বদেশের জল ভাগ তথায়ু সরিয়৷ পড়ে । এই নিমিত্ত খ ও গ চিহ্নিত স্থানে এক সময়ে জোয়ার ছইয়া থাকে ! ভূমণ্ডলস্থ সমস্ত বস্তু ভূমণ্ডলের কেন্দ্রাভিমুখে অর্থাৎ মধ্যদিকে আকৃষ্ট হয়, এবং যে বস্তু পৃথিবীর কেন্দ্র হইতে যত দুর অবস্থিত তাহতে পৃথিবীর আকর্ষণ তত অল্প r; যখন পৃথিবীর ম চিহ্নিত কেন্দ্র অর্থাৎ মধ্যভাগ 石密 কর্তৃক আকৃষ্ট হইয়া চক্সের দিকে উত্থিত হয়, তখন 하 हिरिंउचान ঐ কেন্দ্র হইতে অধিক দূরে পতিত হওয়াতে, তথায় পৃথিবীর আকর্ষণ অল্প ইইয়া যায়,