পাতা:দানবদলন কাব্য.pdf/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১১২ ]

আসিছে বিনাশি বীর বিপক্ষ সমূহে।
ছাড়িয়া অশ্বের বল্‌গা দুকরে দুখান,
চালাইছে করবার, পড়িছে লাফায়ে
পদের আঘাতে অশ্ব, কভু আগে, কভু
বামে, কভু বা দক্ষিণে; অযুত সৈন্যের
স্থান যুড়ি বীরবর করিছে সমর।
আস্ফালিয়া অসি চণ্ডী আক্রমিলা তারে।
বাজিল দুজনে যুদ্ধ প্রলয মূরতি।
নিদাঘ মধ্যাহ্নে যেন লাগিল আগুন।
ফাটিয়া যাইতে মরি লাগিলা মেদিনী
উভরের পরাক্রমে; ফাটিল আকাশ,
বিকট চিৎকার রবে; ছিন্ন ভিন্ন বায়ু;
ঘন অস্ত্র সঞ্চালনে; তিতিলা উভয়ে,
উভয়ের অস্ত্রাঘাতে শোণিত ধারায়।
গর্জ্জি মহারোষে তবে আসি রক্ত বীজ
প্রহারিলা ভীম গদা চামুণ্ডার করে;
খসিয়া পড়িল আসি ভূমে হাত হতে
কাঁপি থর থরে; নত কৈলা হাত দেবী
কাতরে ক্ষণেক। ক্রোধ প্রজ্বলিত চোখে
হেরিলা বিকট ভাবে তবে রক্ত বীজে।
নিমেষে অমনি তুলি লয়ে করবার
প্রবল বাত্যার সম নাহি মানি রোধ,