পাতা:দানবদলন কাব্য.pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১১৬ ]

ষষ্ঠ স্বর্গ।

ম্রিয়মাণ ভাবে দূত কচলিয়া হাত,
ভগ্ন গদ গদ্‌ স্বরে ভাষিলা আসিয়া
দৈত্যপতি পাশে;—"রণে পড়েছে নিশুম্ভ
বীর রক্তবীজ সহ।” তাড়িতাগ্নিসম
শোকবার্ত্তা সঞ্চরিল অমনি শুম্ভের
সর্ব্বাঙ্গ শোণিতে; রাজদণ্ড আছাড়িয়া
ভাঙ্গিলা ভূপরে; রোষবিস্ফুলিঙ্গসম
খচিত রতন রাজি দীপিতে লাগিল
ছিটাইয়া পড়ি। হৃদ কাঁপিল সঘনে;
ঘুরিয়া উঠিল শির; ঝলিল আগুন
চক্ষু নাসা কর্ণ দিয়া; বিকল ইন্দ্রিয়
পড়িলা ভূতলে বলী ছাড়ি সিংহাসন!
বিলুণ্ঠিয়া কেশ জাল হস্তপদ ছুড়ি,
উড়াইলা ধূলি; মরি ধূলি ছলে যেন
ত্যজিতে লাগিল ধরা (শুম্ভ দুঃখে দুঃখী)
ঊর্দ্ধে বাস্প। উথলিয়া শোকের সাগর
ইন্দ্রিয়ের দ্বার দিয়া বহিল বীরের;—
আর্ত্তনাদে রসনায়, অশ্রু ছলে চোখে,
ঘন দীর্ঘশ্বাসরূপে নাসারন্ধ্র দ্বয়ে।
কতক্ষণে তবে বলী বক্ষে কর হানি