পাতা:খগোলবিবরণ (নবীনচন্দ্র দত্ত).pdf/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: ৫৬ মিনিটের জীয়ার হইলে স্বাক্ষর भिम १ प्ले। 8 s "মিটির সময় হইবে। ; জোয়ারের দায়ৰ অবধি ভাটার সমাপ্তি পর্যন্ত ১২ হোর ২৪ মিমিট হয়, এই কালকে দ্বিগুণ করিলে এক তিথি হয়- জোয়ার আরম্ভ হইলে প্রায় ছয় ছোরা পর্যন্ত দক্ষিণ হইতে উত্তরাভিমুখে বেগবান হয়, তৎপয়ে প্রায় ১২ মিনিট পর্য্যন্ত স্থগিত থাকে । তদনন্তর ভাট হয় ; ভাট আরম্ভ হইলে সেই বেগ পুনৰ্বার দক্ষিণাভিমুখে ছয় ছোরা পর্ষ্যন্ত অপসরণ করিয়া বার মিনিট কাল স্থির হইয়া থাকে তৎপরে পূর্বপ্রণালীতে পুনৰ্বার জোয়ার ও পুনর্বার ভাট হয় । . পূর্ণিমা ও অমাবস্যায় দুই এক দিন পরে জোয়ারের অত্যন্ত বুদ্ধি হয় আর চাজমাসের দ্বিতীয় ও চতুর্থপাদের প্রথম দুই তিন দিন উক্ষ অত্যন্ত খর্ব হইয় থাকে । কারণ অমাবস্যা ও পৌর্ণমাসীর সময়ে চন্দ্র সূর্য্য মিলিত হইয়। অধিক পরিমাণে জল আকর্ষণ করাতে জলের গতির লেগ অত্যন্ত প্রবল হইয় উঠে । অমাবস্যা ও পৌর্ণমাসীর পরে চন্দ্র ও সূর্য মিলিত হইয়। জল আকর্ষণ না করাতে আকর্ষণ প্রভাব হ্রাস হইয়া যায়, কিন্তু জলের গতির বেগ দুই এক দিম অতীত ন হইলে হ্রাস ছয় না ; কারণ জড় পদার্থ একবার কোন শক্তি প্রভাবে চালিত হইলে তাহার গতি শী, স্থির হইতে পারে ন। সুতরাং পূর্ণিমা ও অমাবস্যার দুই এক দিন পরেও জোয়ার প্রবল ইয়া থাকে । এই কপ চাজমাসের দ্বিতীয়ওচতুর্থ পাদের দুই তিনদিন জোয়ার অত্যন্ত খর্ব হইয় থাকে ; কারণ চান্দ্রমাসের দ্বিতীয় ও চতুর্থ পাদের দিন চজ এক পার্শ্বে একদিকে ও সুর্য্য অপর পার্শ্বে অন্য দিকে জল , আকর্ষণ করাতে উভয়ের আকর্ষণ ।