পাতা:নীল-দর্পণ.pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দপণ ! - Rసి হয় না, এ কনসারনের আর কত কুটি অাছে না জানি, দেড় মাসের মধ্যে ১৪ কুটির জল খেলেম, এখন কোন কুটিতে আছি তাওতো জানিতে পারিলাম ম;ি" জানিবই বা কেমন করে, রাত্রি যোগে চক্ষু বন্ধন করিয়া এক কুটি হইতে অন্য কুটি লইয়া যায়, উঃ মাগো তুমি কোথায়! ) তৃতীয়। আম, আম, আম, কালী, কালী, দুর্গা, গণেশ, অসুর —তোরাপ ! চুপ, চুপ। ( নেপথ্যে ) আহা ! ৫ বিঘা হারে দাদন লইলেই এ নরক হইতে ত্রাণ পাই—হে মাতুল । দাদন লওয়াই কর্তব্য, সংবাদ দিবার তে। অার উপায় দেখিনে, প্রাণ ওষ্ঠাগত হয়েছে, কথা কহিবার শক্তি নাই, মাগো তোমার চরণ দেড় মাস দেখিনি । তৃতীয়। বউরি গিয়ে এ কথা বলবো-শুনলি তো মর্যে ভূত হয়েছে তবু দাদনের হাত ছাড়াতি পারিনি। প্রথম। তুই মিনসে এমন হেলো— তোমরা ভাল মানলির ছাবাল—মুই কথায় জামৃতি পেরিছি—পরাণে চাচা, মোরে কাদে কত্তি পারিস, মুই ঝরকা দিয়ে ওরে পুচ করি ওর বাড়ি কনে— প্রথম । তুই যে ক্ষেড়ে। মোসলেশ । তোরাপ। তবে তুই মোর কাদে উটে দ্যাকৃ– ( বসিয়া ওট-(কান্ধে উঠন ) দ্যাল ধরিস্, ঝরকার কাছে মুখ নিয়ে যা—( গোপীনাথকে দূরে দেখিয়া ) চাচা লাব, চাচা লাব, গুপ্তে সুমুন্দি আসচে ( প্রথম রাইয়তের ভূমিতে পতন ) ( গোপীনাথ ও রামকান্ত হস্তে করিয়া রোগ সাহেবের প্রবেশ । )