পাতা:নীল-দর্পণ.pdf/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ* নীল-দপণ । তোরাপ। এবার ক কুড়ো ঢুক্য়েছে ? চতুর্থ। গ্যালবার দশ কুড়ো করেলাম, তার দাম দিতি আদা খ্যাছড়া কল্পে-এষ্কার ১৫ বিঘের দাদন গতিয়েছে, ঝা বলচে তাই কচ্চি তবুর্তো ব্যাভ্ৰম কত্তি ছাড়ে না। প্রথম । মুই ছুবচ্ছের ধরে নাঙ্গল দিয়ে এক বন্দ জমি তোল্লাম, এই বারে যো হয়েলো, তিলির জন্যিই জমিডে রেখেলাম, সে দিন ছোট সাহেব ঘোড় চাপে অ্যাসে দেড়েয়ে থেকে জমিডেয়ু মার্গ মারালে—চাসার কি আর বাচন আছে ? . * : তোরাপ। এড কেবল আমীন সুমিন্দির হিরভিতি। সাহেব কি সব জমির খবর নাকে। ঐ সুমিন্দি সব চড়ে বার করে দেয়ে। সুমিন্দি যান হন্নে কুকুরের মত ঘুরে ব্যাড়ায়, ভাল জমিডে দ্যাখে, ওমনি সাহেবের মাগ মারে । সাহেবের তো ট্যাকার কমি নি, ওরতো তার মহাজন কত্তি হয় না, সুমিন্দি তবে ওমন করে মরে ক্যান-নীল করবি তা কর, দামড়া গোরু কেন, নাঙ্গল বেনয়ে নে, নিজি না চসতি পারিস্ মেইন্দার রাঘ, তোর জমির কমি কি, গীকে গ। ক্যান চসে ফ্যাল না, মোরা গাতা দিতিতে নারাজ নই, তা হলি ছ সনে নীল যে ছেপয়ে উটুতি পারে, ক্ষমিন্দি তা করবে না, মান্নির ভার নেয়েতের হেই বড় মিষ্ট নেগেচে, তাই চোস চেন, তাই চোস চেন—( নেপথ্যে হে, হে, ছে, মা, মা, ) গাজিসাহেব, গাজিসাহেব, দরগা, দরগা, তোরা আমনাম কর, এডার মধ্যি ভুত আছে। চুপদে চুপদে– * ( নেপথ্যে—হ নীল ! তুমি আমারদিগের সর্বনাশের জন্যেই এদেশে এসেছিলে—আহা ! এ যন্ত্রণ যে আর সহ্য