পাতা:নীল-দর্পণ.pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 নীল-দপণ ! দাদন কিছু রাখে না, আমীন উছার উঠানে রীতিমত এক টাকা দাদন বলিয়া ফেলিয়া দেয়, টাকাটি ফেরত দিবার জন্যে অনেক কাদাকাটি করে এবং মিনতি করিতে করিতে রথতলা পর্য্যন্ত আমীনের সঙ্গে আইসে, অথতলায় নীলকণ্ঠ বাবুর সহিত সাক্ষাৎ হয়, যিনি কালেজ হইতে একেবারে উকীল হইয়া বাহির হইয়াছেন । উড়। আমি ওকে জানি, ঐ বাঞ্চত আমার কথা খবরের কাগজে লিখিয়া দেয় । গোপী । আপনাদের কাগজের কাছে উহাদের কাগজ দাড়াইতে পারে না, তুলনা হয় না, ঢাকাই জালার কাছে ঠাণ্ডাজলের কুঁজে। কিন্তু সংবাদ পত্রটি হস্তগত করিতে হুজুরদিগের অনেক ব্যয় হইয়াছে, যেমন সময়, সময় গুণে তা ও পর । খে{ড়া গাধা ঘোড়ার দর ॥ উত্ত। নীলকণ্ঠ বাবু আমীনকে অনেক ভৎসনা করেন, আমীন তাছাতে লজ্জিত হইয়া গোলদারের বাড়ী ফিরিয়া গিয়া,ছুই টাকার সহিত দাদনের টাকাটি ফেরত লইয়া তাসিয়াছে। চন্দ্র গোলদার সয়তান, ৩।৪ fৰস্ব নীল অনায়াসে দিতে পারিত, এই কি চাকরের কায ? আমি দেওয়ানি আমিনি দুই করিতে পারি তবেই এসব নিমকৃহারামি রহিত হয় । উড । বড় বঞ্জাতি, ছাফ, নেমক্‌ হারামি । গোপী । ধৰ্ম্মাবতার, বেয়াদবি মাফ হয়—আমিন আপনার ভগিনীকে ছোট সাহেবের কামরায় অনিয়ছিল । উড। ই ই আমি জানি, ঐ বাঞ্চত্ আর পডী ময়রাণী ছোট সাহেবকে খারাপ করিয়াছে । বজাতকো হাম জরুর