পাতা:নীল-দর্পণ.pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দপণ । 33 এই কি উপকার ! দেখি, তুমি কি অস্ত্র ধারণ করিয়া আসিয়ছি । ( দ্বিতীয় লিপি খুলন ) সৈরি । প্রাণনাথ, অtশা কর্যে নিরাশ হওয়া বড় ক্লেশ–ও চিটি ওমমি থাকৃ— 制 নবীন । ( লিপিপাঠ ) ণ প্রতিপাল্য শ্ৰীগোকুলকৃষ্ণ পালিতস্য বিনয় পূর্বক নমস্কার নিবেদনঞ্চ বিশেষ। মহাশয়ের মঙ্গলে নিজ মঙ্গল পরং লিপি প্রাপ্তে সমাচার অবগত হইলাম। আমি ৩০০ টাকার যোগাড় করিয়াছি, কল্য সমভিব্যাহারে নিকট পৌছিব, বক্রী একশত টাকা আগামি মাসে পরিশোধ করিব । মহাশয় যে উপকার করিয়াছেন, আমি কিঞ্চিৎ সূদ দিতে ইচ্ছা করি ইতি । ” সৈরি। পরমেশ্বর বুঝি মুখ তুলে চাইলেন—যাই আমি ছোট বউকে বলিগে । (দৈরিদ্বীর প্রস্থান । ) নবীন ! (স্বগত) প্রাণ আমার সারল্যের পুত্তলিকা ; এত ভীষণ প্রবাহে তৃণমাত্র—এই অবলম্বন করিয়া পিতাকে ইন্দ্রাবাদে লইয়া যাই, পরে অদৃষ্টে যাহা থাকে তাই হবে। দেড় শত টাকা হাতে আছে—তামাক কয়েক খান আর এক মাস রাখিলে ৫০০ টাকা বিক্রয় হইতে পারে, তা কি করি সাড়ে তিন শত টাকাতেই ছাড়িতে হইল , আমলা খরচ অনেক লাগিবে—যাওয়া অালীতে বিস্তর ব্যয়—এমন মিথ্যা মোকদ্দমায় যদি মেয়াদ হয় তবে বুঝিলাম যে এ দেশে প্রলয় উপস্থিত (কি নিষ্ঠর আইন প্রচার হইয়াছে। আইনের দোষ কি, আইনকৰ্ত্তাদিগের বা দোষ কি—যাহাদিগের হস্তে আইন অপিত হইয়াছে, তাহার। যদি নিরপেক্ষ হয় তবে (१) --