পাতা:নীল-দর্পণ.pdf/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দৰ্পণ । ©ጫ মুন্সীরে ১০খান জমি ছাড়াবার জন্যে কত মিনতি কল্যে । “চোরা না শুনে ধৰ্ম্মের কাহিনী ।” বড় সায়েব পোড়ারমুখে পোড়ার মুখ পুড়েয়ে রসে রলো । ( চারিজন পাঠশালার শিশুর প্রবেশ ( ) চারজন শিশু । ( পা ততtড় রেখে করতালি দিয়া ) ময়রাণী লো সই । নীল গেজেছে। কই | ময়রাণী লো সই । নীল গেজেছো কই ॥ ময়রাণী লো সই । নীল গেজোছে। কই ॥ পদী। ছি বাবা কেশব, পিসি হুই এমন কথা বলে না— ৪ জন শিশু । ( মৃত্য করে ) ময়রাণী লো সই । নীল গেজোছে কই ॥ পদী। ছি দাদ। অম্বিকে, দিদিকে ওকথা বলতে নাই— ৪ জন শিশু । ( পদী ময়রাণীকে ঘুরে নৃত্য ) ময়রাণী লো সই ; নীল গেজোচে কই ॥ ময়র। শী লে। সই। নীল গেজোছে কই ॥ ময়রাণী লে। সই । নীল গেজোছে কই । { নধীন মাধবের প্রবেশ । ) পদী। ওমা কি লাজ ! বড়বাবুকে মুখখান দেখালাম । ( ঘোম টু দিয়া পর্দীর প্রস্থান ) নবীন ! দুঃসারিণী, পাপীয়সী – ( শিশুদের প্রতি ) তোমরা পথে খেলা করিতেছ, বাড়ী যাও অনেক বেলা হইয়াছে – { ৪জন শিশুর প্রস্থান ) আহা ! নীলের দৌরাত্ম্য যদি রহিত হয় ! তবে আমি পাচ দিবসের মধ্যে এই সকল বালকদের পাঠের জন্যে স্কল