পাতা:নীল-দর্পণ.pdf/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግbሥ নীল-দপণ । না, মুই পাগল ছাগল আছি একটা, তামাক সাজে আনবো ? গোপী । গুওডা নন্দর বংশ, ভোগোলের শেষ। — গোপ | সাহেবেরাই সব কত্তি নেগেচে, সাহেবের আপনারা কামার আপনার খাড়া, যেখানে পড়ায় সেখানে পড়ে । গোডার কুটিতে দপড়ে, গেরামের নোক নেয়ে বঁাচে । গোপী । তুই গুওড বড় ভেমে, আমি আর শুনতে চাই না-তুই যা, সাহেবের আস্বার সময় হইয়েছে। — গোপ 》ཅི་རྩེ་ চল্লাম, মোর দুদির হিসেবড কর্যে মোরে কাল একটা টাকা দিতি হবে, মোরা গঙ্গাচ্ছানে যাব। — ( প্রস্থান ) গোপী । বোধ করি ঐ শিরঃপীড়ার উপরই কাল বজ্রাঘাত হবে। সাহেব তোমার পুষ্করিণীর পাড়ে নীল বুনবে তা কেহ রাখিতে পারিবে না – সাহেবদের কিঞ্চিৎ অন্যায় বটে, গত বৎসরের টাকা না পেয়েও ৫০ বিঘা নীল করিতে এক প্রকার প্রবৃত্ত হয়েছে, তাহাতেও মন উঠিল না ; পূর্ব মাঠের ধানি জমি কয়েক খানার জন্যেই এত গোলমাল, নবীনবসের দেওয়াই উচিত ছিল-শেতলাকে তুষ্ট রাখিতে পারিলেই ভাল। নবীন মরেও এক কামড় কামড়াবে।-- (সাহেবকে দূরে দেখিয়া) এই যে শুভ্রকান্তি নীলাম্বর আসিতেছেন – আমাকে হয় তো বা সাবেক দেওয়ানের সঙ্গে কতক দিন থাকৃতে হয় । - ( উডের প্রবেশ ) উড। এ কথা যেন কেহ নাজানতে পারে,মাতঙ্গ নগরের কুটিতে দাঙ্গ বড় হবে, লাটিয়াল সব সেখানে থাকৃবে। এখানকার জন্যে দশ জন পোদ সুড়কিওয়ালা জোগাড়.কর্যে রাখবে -আমি যাব, ছোট সাহেব যাবে, তুমি যাবে Yশালা