পাতা:নীল-দর্পণ.pdf/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

総v* নীল-দপণ । সৈরি। প্রাণনাথ, তোমাকে কাতর দেখিলে আমার প্রাণ র্কাদিতে থাকে ( সজলনেত্ৰে ) আমীর কপালে এত যাতন ছিল, প্রাণকাস্তের এত দুৰ্গতি দেখিতে হলো—আর বাধা দিও না ( তাবিজ খুলন ) নবীন । তোমার চক্ষে জল দেখিলে আমার হৃদয় বিদীর্ণ হয় (চক্ষের জল মোচন করিয়া) চুপ কর, শশিমুখি চুপ কর, (হস্ত ধরিয়া ) রাখ আর এক দিন দেথি । সৈরি । প্রাণনাথ, উপায় কি—আমি যা বলিতেছি তাই কর, কপালে থাকে অনেক গহনা হবে ( নেপথ্যে হাচি ) দfত্য—আদুর অস্েিছ। ( দুইখান লিপি লইয়া অাদুরীর প্রবেশ । ) তাড়রা। চিটি দুখান কনতে অসেচে মুই কতি পারিনে, মাঠাকুরুণ তোমার হাতে দিতে বল্পে । ( লিপি দিয়া অন্ধুনীর প্রস্থান । ) নবীন । তোমাদের গহনা লইতে হয় না হয় এই দুই লিপিতে জানিতে পারিব—( প্রথম লিপি খুলন ) সৈরি। চেচিয়ে পড়। নবীন । ( লিপিপাঠ ) * রোকায় আশীৰ্ব্বাদ জানিবেন— আপনাকে টাকা দেওয়া প্রত্যুপকার করা মাত্র কিন্তু আমার মাতা ঠাকুরাণীর গতকল্য গঙ্গা লাভ হইয়াছে, তদাদ্যত্নতের দিন সংক্ষেপ, এ সংবাদ মহাশয়কে কল্যই লিখিয়াছি— তামাক অদ্যাপি বিক্রয় হয় নাই। ইতি ীিঘনশ্যাম মুখোপাধ্য{য় । কি দৈব ! মুখোপাধ্যায় মহাশয়ের মাতৃশ্ৰান্ধে আমার