পাতা:নীল-দর্পণ.pdf/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দপণ ! ○ を ( প্রকাশে ) তা মা ! আমি কি করবো, সাহেবের খপ্পরে পড়িলে ছাড়ান ভার-ছোট সাহেব ! ক্ষেত্রমণি আজ বাড়ি যাক্ তখন আর এক দিন আস্বে। &#ণ । তুমি তবে আমার সঙ্গে থেকে মজা কর । তুই স্বর হইতে যা, আমার শক্তি থাকে আমি নরম করব, নচেৎ তোর সঙ্গে বাড়ি পেট্ৰয়ে দিব-ড্যামৃঙ্গেভূহোর, আমার বোধ হইতেছে তুই বাধা করেছিলি, আসিতে দিস্নি, তাইতে ভদ্র লোকের মেয়েকে লাটিয়াল দিয়ে আনা হইল, আমি সহজে নীলের লাটিয়াল এ কার্য্যে কখন দিয়াছি ? হারামজাতী পদৗময়রাণী। পদী । তোমার কলিকে ডাকো, সেই তোমার বড় প্রিয় হয়েছে, আমি তা বুঝিয়াছি। ক্ষেত্র । ময়রা পিসি ! যাস্ নে—ময়রা পিসি যাস্ নে । ( পদী ময়রাণীর প্রস্থান । ) মোরে কাল সাপের গন্তের মধ্যি একা রেকে গেলি, মোর যে ভয় করে, মুই যে র্কাপতি নেগিচি, মোর যে ভয়তে গ ঘুরুতি নেগেচে, মোর মুখ যে তেষ্টায় ধূলো বেটে গেল । রোগ। ডিয়ার ! ( দুই হস্থে ক্ষেত্রমণির দুই হস্থ ধরিয়া টানন) আইস, আইস — ক্ষেত্র। ও সাহেব ! তুমি মোর বাবা ; ও সাহেব ! তুমি মোর বাবা, মোরে ছেড়ে দেও, পদী পিসির সঙ্গে দিয়ে মোরে বাড়ি পেট্ৰয়ে দাও, আঁদার রাত, মুই এক যাতি পারবো না – ( হস্ত ধরিয়া টানন) ও সাহেব ! তুমি মোর বাবা, ও সাহেব ! তুমি মোর বাবা, হাত ধল্লি জাত যায়, ছেড়ে দাও-তুমি মোর বাবা ! * রোগ। তোর ছেলিয়ার বাবা হইতে ইচ্ছা হইয়াছে,