পাতা:নীল-দর্পণ.pdf/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

이 नौल-झ 에f l নবীন। এমন দিন কি হবে, গবর্ণর সাহেব অনুকূল হইয়। প্রতিকূল মাজিষ্ট্রেটের নিকৃষ্ট নিষ্পত্তি খণ্ডন করবেন ? বিন্দু । জগদীশ্বর আছেন, অবশ্যই করিবেন। আপনি যাত্র করুন, অনেক দূর যাইতে হইবে। (নবীনমাধব, ধিন্দ মাধব ও সাধুচরণের প্রস্থান। ) ডেপু । আহা দুই ভাই দুঃখ্যে দগ্ধ হইয়া জীবন্মত হইয়াছেন। লেফটেনাণ্ট গবর্ণরের নিষ্কৃতি অনুমতি সহোদরদ্বয়ের মৃতদেহ পুনর্জীবিত করিবে । নবীন বাবু অতি বীর পুরুষ, পরোপকারী, বদান্য, বিদ্যোৎসাহী, দেশহিতৈষী ; কিন্তু নির্দয় নীলকর কুজ্বঝটিকায় নবীন বাবুর সদ্‌গুণ সমূহ মকুলেই ত্ৰিয়মাণ হইল। { কলেজের পণ্ডিতের প্রবেশ । ) ভাস্তে আজ্ঞা হয় । পণ্ডিত । স্বভাবতঃ শরীর আমার কিঞ্চিৎ উষ্ণ, রৌদ্র সহ্য হয় না । চৈত্র বৈশাখ মাসে অতিপতাপে উন্মত্ত হইয়। উঠি । কয়েক দিন শিরঃপীড়ায় সাতিশয় কাতর, বিন্দুমাধবের বিষম বিপদের সময় এক বার অসিতে পারি নাই । ডেপু। বিষ্ণুতৈলে আপনার উপকার দর্শিতে পারে । বিষ্ণুবাবুর জন্যে বিষ্ণুতৈল প্রস্তুত করা গিয়াছে, আপনার বাসায় অামি কল্য কিঞ্চিৎ প্রেরণ করিব । পণ্ডিত । বড় বাধিত হলেম । ছেলে পড়ালে সহজ মানুস পাগল হয়, আমার তাহাতে এই শরীর । ডেপু। বড় পণ্ডিত মহাশয়কে আর যে দেখিতে পাইনে ? পণ্ডিত । তিনি শ্ববৃত্তি ত্যাগ করিবার পস্থা করিতেছেন – সোণার চাদ ছেলে উপার্জন করিতেছে, তাহার সংসার রাজার যত নিৰ্বাহ হইবে । বিশেম বৃষক ঠ গলায় বন্ধন করে