পাতা:নীল-দর্পণ.pdf/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দপণ । tبه س গোল ভেদ কর্যে বড় বাবুকে কোলে লইয়া বেগে প্রস্থান করিল ৷ - তোরাপ। মোরে বলেন “ তুই এটু, তফাৎ থাক, জানি কি ধরা পাকড়া কর্যে নে যাবে ’ মোর উপর সমিন্দিদের বড় গোষা, মারা মারি হবে জানলি মুই কি নুকৃয়ে থাকি । এট, আগে যাতি পাল্লে বড় বাবুকে বেঁচয়ে আন্তে পাত্তাম, আর দুই সমিন্দিরি বরকোত্ৰ বিবির দরগায় জবাই কত্তাম । বড় বাবুর মাতা দেখে মোর হাতৃ পা প্যাটের মধ্যে গেল, তা সমিন্দিগার মাণে কখন-আল্লা ! বড় বাবু মোরে এত বার বাচালে মুই বছু বুরি অ্যাকবার বঁাচাতি পাল্লাম না । ( কপালে ঘা মারিয়া রোদন । পুরো । বুকে বে একটা অস্ত্রের ঘা দেখিতেছি। সাধু ! তোরাপ গোলের মধ্যে পহুছিব মাত্র ছোটসাহেব পতিত বড় বাবুর উপর এক তলোয়ারের কোপ মারে, তোরাপ হস্ত দিয়া রক্ষা করে, তোরাপের বাম হস্ত কাটিয়া যায়, বড় বাবুল বুকে একটু খোচা লাগে। পুরো । ( চিন্তা করিয়া ) “ বন্ধু স্ত্রী ভূ ত্যবৰ্গস্য বুদ্ধে: সত্বস্য চায়ন: । আপন্নিকষপায়ণে নরোজানাতি সারতাং ॥ বড়বাড়ীর জন প্রাণী দেখিতেছি না, কিন্তু অপর গ্রামনিবাসী ভিন্ন জাতি তোরাপ বড় বাবুর নিকটে বসে রোদন করিতেছে, আহা ! গোরিব খেটেখেগে লোক, হস্ত খানি একেবারে কাটিয়া দিয়াছে—উাহার মুখ রক্ত মাখা কি রূপে হইল ? সাধু। ছোট সাহেব উহার হস্তে তলোয়ার মারিলে পর, নেজ মাড়িয়ে ধরিলে বেজী যেমন ক্যাচ ম্যাচ করিয়া কামড়ে