পাতা:নীল-দর্পণ.pdf/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नैौल-न ॰6 ।। জম । জাজে মা ; তার আর চার দিন দেরি হবে । শনি বারে শচীগঞ্জের কুটিতে সাহেবদের সাম্পিন পার্টি অাছে, বিবিদের নাচ হবে। উড সাহেবের বিবি আমাদিগের সাহেবের সঙ্গে নইলে নাচিতে পারেন না, আমি যখন আরদালি ছিলাম দেখিয়াছি । উড সাহেবের বিবির খুব দয়া, এক খান চিটীতে এ গোরিবকে জেলের জমাদার করিয়া দিয়াছেন । দার। অtহ ! বিন্দুবাবু পিতা আহার করেন নাই বলিয়া কত বিলাপ করিয়াছেন ; এ দশা দেখলে প্রাণ ত্যাগ করিবেন । বিন্দ মাধবের প্রবেশ ) সকলি পরমেশ্বরের ইচ্ছা । বিন্দু। একি, একি আহ ! আহা ! পিতার উদ্বন্ধনে মৃত্যু হইয়াছে । আমি যে পিতার মুক্তির সম্ভাবনা ব্যক্ত করিতে আসিতেছি, কি মনস্তাপ ! ( নিজ মস্তক গোলকের বক্ষে রক্ষা করিয়া মৃত দেহ আলিঙ্গন পূর্বক ক্ৰন্দন ) পিত। আমাদিগের মায়। একেবারে পরিত্যাগ করিলেন । বিন্দুমাধবের ইংরাজী বিদ্যার গৌরব আর লোকের কাছে করবেন ন ? নবীনমাধবকে “ স্বরপুর বৃকোদর” বলা শেষ হইল ? বড় বধূকে “আমার মা, অামাব মা’ বলিয়া বিপিনের সহিত যে আনন্দবিবাদ তাহার সন্ধি কfবলেন । হা ! আহারান্বেষণে ভ্রমণকারী বকদম্পতির মধ্যে বক বধ কর্তৃক হত হইলে শাবকবেষ্ঠিত বকপত্নী যেমন সঙ্কটে পড়ে, জননী অামার তোমার উদ্বন্ধন সংবাদে সেইরূপ হইবেন — দার। (হস্ত ধরিয়া বিন্দুমাধবকে অন্তরে আনিয়া ) বিন্দুবাবু! এখন এত অধীর হইবেন না । ডাক্তরসাহেবের অনুমতি লইয়। সত্বরে অমুস্তৃঘটের ঘাটে লইয়া যাইবার উদ্যোগ করুন । IS •]