পাতা:নীল-দর্পণ.pdf/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ নীল-দপণ । যে ককুড়োয় দাগ মারলি তাই বোনুলাম- রেয়ে ছোড়া জমি চসে আর ফুলে ফুলে কেঁদে ওটে-মাটেক্তে অ্যাসে একথা শুনে পাগল হয়ে যাবে অ্যানে । নবীন। সাধু কোথায় ? রেবতী । বাইরি বসে কান্তি নেগেচে । নবীন। সতীত্ব, কুলমহিলার অয়স্কান্ত মণি, সতীত্ব ভূষণে বিভূষিত রমণী কি রমণীয়া ! পিতার সরপুর বৃকোদর জীবিত থাকিতে কুলকামিনী অপহরণ ! এই মুহূর্তেই যাইয়া কেমন দুঃশাসন দেখিব ; সতীত্ব শ্বেত উৎপলে নীলমঞ্জুক কখনই বসিতে পারিবে না । { নবীনের প্রস্থান । ) সাবি। সতীত্ব সোণার নিধি বিধিদত্ত ধন । কাঙ্গালিনী পেলে রাণী এমন রতন ॥ যদি নীল বানরের হস্ত হইতে পবিত্র মাণিক অপবিত্র ন হইতে হইতে আনিতে পার, তবেই তোমাকে সার্থক গর্ভে স্থান দিয়াছিলাম । এমন অত্যাচার বাপের কালেও শুনি নাই – চল ঘোষ বউ বাইরের দিকে যাই। ( উভয়ের প্রস্থান । )