পাতা:নীল-দর্পণ.pdf/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や* নীল-দপণ । বিসর্জন দিয়া তাহারা তাহীদের অমরালয় বারমহিলালয়ে কালযাপন করে, জমিদারের ফলতঃ মোক্তারগণকে বিশেষ ঘৃণা করে তবে স্বকাৰ্য্য সাধন হেতু তাহাদিগের ডাকে এবং বিছানায় বসিতে দেয়, ধৰ্ম্মাবতার ! মোক্তারগণের বৃত্তিই প্রতারণা। কিন্তু নীলকরের মোক্তারদিগের দ্বারা কোনরূপে কোন প্রতারণা হইতে পারে না । নীলকর সাহেবের খ্ৰীষ্টিয়ান-খ্ৰীষ্টিয়ান ধৰ্ম্মে মিথ্যা অতি উৎকট পাপ বলিয়া গণ্য হইয়াছে; পরদ্রব্য অপহরণ, পরনারীগমন, নরহত্য প্রভৃতি জঘন্য কাৰ্য্যে খ্ৰীষ্টিয়ান ধৰ্ম্মে অতিশয় ঘৃণিত, খ্ৰীষ্টিয়ান ধৰ্ম্মে অসৎ ধৰ্ম্ম নিম্পন্ন করা দূরে থাক, মনের ভিতরে অসৎ অভিসন্ধিকে স্থান দিলেই নরকানলে দগ্ধ হইতে হয় । করুণ, মার্জনা, বিনয়, পরোপকার খ্ৰীষ্টিয়ান ধৰ্ম্মের প্রধান উদ্দেশ্য; এমন সত্য সনাতন ধৰ্ম্মপরায়ণ নীলকরগণ কর্তৃক মিথ্যাসাক্ষ্য দেওয়া কখনই সম্ভবে না । ধৰ্ম্মাবতার ! আমরা এই নীলকরের বেতনভোগী মোক্তার, আমরা তাহাদিগের চরিত্র অনুসারে চরিত্র সংশোধন করিয়াছি, আমাদিগের ইচ্ছা হইলেও সাক্ষীকে তালিম দিতে সাহস হয় না, যেহেতুক সত্য পরায়ণ সাহেবের সূচাগ্রে চাকরের চাতুরী জানিতে পারিলে তাহার যথোচিত শাস্তি করেন-প্রতিবাদীর মানিত সাক্ষী কুটির আমীন মজুকুর তাহার এক দৃষ্টান্ত স্থল,-রাইয়তকে বঞ্চিত করিয়াছিল বলিয়া দয়াশীল সাহেল উহাকে কৰ্ম্মচু্যত করিয়াছেন এবং গোরিব ছাপোষা রাইয়তের ক্ৰন্দনে রোষপরবশ হইয়া প্রস্থারও করিয়াছেন । উড। (মাজিষ্ট্রেটের প্রতি) এক্সটিম প্রোভোকেশান, এক্সটি ম প্রোভোকেশান । ཝེ། মোক্তার। হুজুর ! হুজুর হইতে আমার সাক্ষিগণের