পাতা:আনবারশোহেলি.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । >ર লাগিল যে দেথ পরিশুম ও রাজ অনুগ্রহ এবং ক্রম ব্যতিরেকে রাজার নিকট কোন ব্যক্তি এককালে মান্য হইয়াছে অতএব আমি ও ঐ রূপ হইতে চেষ্টা করি - তেছি, আর ইহার নিমি ৰ যে অধিক পরিশ্রম ও দুঃখ সহ্য করিব তাহা ও আমি প্রতিজ্ঞ করিয়াছি এবং যে ব্যক্তি ভূস্বামির নিকট দাসত্ব স্বীকার করে তাহাকে । প্রথম ত এই পঞ্চ কর্ম্ম ৰিশিষ্ট হওষ। উচিত । প্রথম । ক্রোধৰূপ অগ্নির কণাকে ধৈর্য্যকপ বারির দ্বার। শীতল করা উচিত । দ্বিতীয়তঃ । দুস্কামনা হইণ্ডে অন্তর হওয়। তৃতীয়তঃ । লোভ রহিত হওয়া চতুর্থ । সত্যবাদী ও জিতেন্দ্রির হওয়৷ ৷ পঞ্চম । আগত আপদকে তাচ্ছল্য না করা, যে ব্যক্তি. এই সকল গুণে গুণী তাহার মনস্কাম অবশ্যই সফল হয় । ইহ। শ্রবণ করত করকট ক হতে লাগিল আমি নিতান্ত জানিলাম যে তুমি পশ্বাধিপতির সমীপবর্ত্তি হইবে কিন্তু রাজার অনুগ্রহ যে তোমার প্রতি হুইবে তাহার কারণ আমি কিছুই দেখিতে পাই না । অনন্তর দম নক কহিতে লাগিল যে আমি যদি ঐ রাজ সমীপস্থিত হইতে পারি তবে আমি এই পঞ্চরীত্যনুসারে চলিব। প্রথমতঃ । প্রাণপণে তাহার সেবায় নিযুক্ত থাকিব । দ্বিতীয়তঃ । সর্ব্বদ। তাছার অধীনে কালযাপন করিব । তৃতীয়তঃ । পশ্বাধিপতি যে সকল ৱাক্য ও কর্ম্ম কহিবেন ও করিবেন তাহার প্রশংসা