পাতা:আনবারশোহেলি.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ১২৯ মানস করিয়া রহিয়াছি যে যদ্যপি আপনি অনুগ্রছ পূর্ব্বক কোন কর্ম্মের ভার আমাকে অপর্ণ করেন তবে । অtমি সাধ্যানুসারে তৎকর্ম্ম করণে সচেষ্টিত হই । মহারাজের দরবারে মহৎ ব্যক্তি কতৃক যে সকল কর্ম্ম । নিৰ্বাহ হইতেছে অনুমান হয় যে এ ক্ষুদ্র অধীন হইতেও তহি। নিযপন্ন হইতে পারে । কিবা ক্ষুদ্র কিবা বড় পৃথিবী মধ্যেতে । সময় বিশেষে এরা লাগয়ে কর্ম্মেতে । দেখুন শুচি হইতে সময় বিশেষে যে কর্ম্ম নির্ব্বাছ হয়, তাহ। কখন বর্ষ হইতে নিযপন্ন হয় না, আর যে কর্ম্ম ছুরিকা দ্বারা সিদ্ধ করা যায় তাহ। অসি হইতে কোন প্রকারে নির্বাহ হইতে পারে না এবং ক্ষুদ্র দাস হইতে কখন প্রভুর ক্লেশ দূর হয় ও লভ্যও - হইতে পারে, তাহার প্রমাণ দেখুন পথি মধ্যে পতিত যে শুষ্ক কাষ্ঠ তাছাতেও উপকার সম্ভাবনা আছে, যদ্যপি তা হাতে কোন বিশিষ্টেপিকার না হয় তথাপি তাহা হইতে • ক্ষুদ্র তৃণের কর্ম্মও কর্ণ কুণ্ডলাদিও হইতে পারে। পুষপ গুচ্ছ জন্য সুখ নাহি দিতে পারি। শুষ্ক কাষ্ঠ ৰূপে হই চুল্লি উপকারী। পশ্বাধিপতি দমনকের বুদ্ধির তাৎপর্য দেখিয়া ও মিষ্ট ৱাক্য শ্রবণ করিয়া আপন সভাসদ ব্যক্তিদিগের বা