পাতা:আনবারশোহেলি.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ ৷ আনবারশোহেলি । সে দুঃখ দায়ক হয় এ কারণ মনুষ্যেরা তাহাকে নষ্ট করিতে চেষ্টা করেন, আর বাজপক্ষী সর্ব্বদা বনচারী ও ভ্রমণকারী হইলেও তাছ। হইতে লভ্য আছে একারণ তাহাতে সাদরে হস্তোপরি রাখিয়। প্রতিপালন. করেন, অতএব মহারাজের কর্ত্তব্য এই যে পরিচিন্তু অপরিচিত্ত ৰূপে বিবেচনা না করিয়; বরং বৌদ্ধ ও জ্ঞানী ব্যক্তি দিগকে অtহান করেন,আর যাহার। নিগুণ ও অলস তাহাদিগকে বোদ্ধা ও গুণি ব্যক্তি হইতে শ্রেষ্ঠ না করেন, করিলে এই হয় যেমন মস্তকের ভূষণ চরণে অপর্ণ ও চরণের ভূষণ মস্তকে ধারণ অঞ্চর যেস্থানে গুণী ব্যক্তি অপদস্থ ও নিগুণ ব্যক্তি পদস্থ হয় সেই রাজ্যের ভদ্র কখন হয় না, তজ্জন্য যে অমঙ্গল তfছ। র জাও প্রজার উপর বর্ত্তে । সকলে যেখানে, চীলকে বাখানে, । তুতির নাহিক মান। বলহ হুমাকে, তাহার ছায়াকে, নাহি করে, তথা দীন । দমনকের এই সকল বাক্য সমাপ্তানন্তর পশুরাজ উহার প্রতি কৃপাবলোকন করতঃ তাহাকে রাজ সভাসদের মধ্যে নিযুক্ত করিয়৷ তদুপদেশানুসারে রাজকার্য্যাদি । করিতে লাগিলেন । দমনক স্বীয় বুদ্ধির প্রাখর্য্যতার দ্বার। পশ্বাধিপতির বিশেষাবগত হইল, আর রাজ্যের তাৰৎ রাজকায্যের পরামর্শের ভার উহার প্রতি অপিত