পাতা:আনবারশোহেলি.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । >SNరి হইল । দমনক এক দিবস উত্তম সময় ও বিরল পাইয়। পশুরাজের নিকট নিবেদন করিলেঙ্ক যে মছারাজ অধিক দিবসাবধি একস্থানে স্থিতি করিতেছেন ও • tशकाद्र अन्य जय८१७ निवृड श्राम्झन, हेशद्र कांज्ञ१ আপনকার নিকট আমি জানিতে প্রার্থনা করি, আর তদ্বিষয়ের সাহায্য আমাহইতে যtছ। হয় তাহা আমি প্রাণপণে করিব । পশ্বাধিপতি দমনকের নিকট আত্ম শঙ্কার বিষয় গোপন রাথিবীর বাঞ্ছ। করিলেন, ইতো মধ্যে সেই শঞ্জীবক পুনর্বার তদ্রুপ ভয়ানক শব্দ করিলে পশুরাজ পর্বের ন্যায় ভীত হইয়া শঙ্কার বিবরণ দমনকের নিকট কহিতে বtধ্য হইলেন এবং কহিলেন যে শব্দ এই শুদ্রণ করিলে ইহাই আমার -শঙ্কার কারণ কিন্তু আমি জানি না যে এই ভয়ানক ধূনি কাহার, অনুমান করে যে এই ধনীর অনুসারে তাহার শরীর ও শক্তি হইতে পারিবেক যদ্যপি ইহা যথার্থ হয় তবে এস্থানে বাসকর। আমার দুঃসাধ্য হইবেক । দমনক কহিলেক যে এই শব্দ ব্যতিরেকে আপনকার চিন্তার বিময় আর কিছু আছে কি না । তাহার উত্তর করিলেন যে না; দমনক কছিলেক যে এই তুচ্ছ শব্দের নিমিত্ত পৈতৃক স্থান ত্যাগ করা উচিত নহে কেন না শব্দের বিশ্বাস কি যে তাছাতে নিভর করিয়৷ স্বস্থান ত্যাগ করেন। রাজাদিগের উচিত যে পৰ্বতের ন্যায় এক স্থানে স্থিত থাকেন, আর পর্বত যেমন