পাতা:আনবারশোহেলি.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৬ আনবারশোহেলি । য়াছে। তৃতীয়তঃ যে ব্যক্তি পুনরাশ। শূন্য হইয়। কর্ম্মচ্যুত হয়, চতুর্থ । যে ব্যক্তি অসৎ ও বিৱাদ।নুসন্ধানী । পঞ্চম । অপরাধী বহু ব্যক্তির মধ্যে অন্যান্য ব্যক্তিকে ক্ষমা করত যাহার দণ্ড করা গিয়াছে।. ষষ্ঠ । সমানাপরাধী কএক ব্যক্তির মধ্যে অন্যান্যাcপক্ষ। যে অধিক দণ্ডী হইয়াছে । সপ্তম । অসৎ কর্ম্মকারী অপেক্ষ। যে সৎ কর্ম্মকারী ছইয়। অধিক অন৷ দৃত হয় । অষ্টম । যাহাকে পদচ্যুত করিয়াছিল ষে পুনঃ তৎপদাভিষিক্ত হয় এবং সেই ব্যক্তির সহিত অন্য রাজার ঐক্যত থাকে নবম যে ব্যক্তি রাজার ক্ষতিতে আপন লভ্য জ্ঞান করে । দশম । যে ব্যক্তি রাজার নিকট অপ্রস্তুত হইয়। ভঁfহার বিপক্ষের সহিত সদ্ধি করে। রাজারদিগের উচিত যে এই পূর্বোক্ত দশ ব্যক্তিকে কোন ভেদ জ্ঞাত করাইবেন না, আর যে ব্যক্তির মনুষ্যত্ব ও ধার্ম্মিকত; পরীক্ষা না হইয়াছে তাছাকেও জানাইবেন না । আত্মছিদ্র সকলেরে নাজি জানাইবে । ভেদজ্ঞাপনের পাত্র অত্যন্স জানিবে । এই সকল উপদেশানুসারে দমনকের পরীক্ষা নাকরিয়া আমি যে তাহকে প্রেরণ কর। আমার উচিত ছিল না । এই দমনককে বোধ হয় যে বোদ্ধ। বটে কিন্তু এই ব্যক্তি দুঃখি হইয়। আমার নিকটহইতে বহু দিবস ছইল অন্তর হইয়াছিল যদ্যপি সেই দুঃখ