পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫২ ১১ ফেব্রুয়ারি ১৯৩• শ্রদ্ধাস্পদেষু বরোদার পথে আমেদাবাদে শরীর অত্যন্ত অসুস্থ হয় । যখন নিশ্চয় বুঝলুম কোনোমতে সাহিতাসম্মিলনে এ শরীব নিয়ে পৌছতে পারব না— তখন বহুকষ্টে ডাক্তারেব নিষেধ অমান্ত করে একটা লেখা অবনের মারফৎ সম্মেলনের কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেম । দেশের লোক আমাকে সহজে ক্ষমা করেন না জেনেই এই কষ্টসাধা কাজ করতে হয়েছিল । তা ও ব্যর্থ হল ক্ষমা পাই নি । শুনলুম ডাক পেয়াদার মারফতে না গিয়ে অবনের মারফতে লেখাটা যাওয়াতে র্তাবা অসম্মানের ক্ষোভে লেখাটার অস্তিত্ব স্বীকার করেন নি । এ সকল বিষয়ে আমার বুদ্ধির ক্রটি আছে কিন্তু কাউকে অসম্মান করবার কারণ ও ইচ্ছা আমার ছিল না । এত ক্লেশ করে আমার জীবনে আর কোনোদিন লিখিনি— এর থেকে প্রমাণ হয় স্বদেশবাসীকে আমি যমদূতের চেয়ে বেশি ভয় করতে আরম্ভ করেছি। যতটা সম্ভব দূরে থাকবারই চেষ্টা করব । আপনার শরীর অসুস্থ শুনে উদ্বিগ্ন রইলুম। আমার শরীর এখনো কাজের বা’র হয়ে আছে । লম্বা চেয়ারে নিষ্কৰ্ম্ম পড়ে পড়েই দিন কাটাবার চেষ্টা করি । কিন্তু যথেষ্ট বিশ্রামের છે ગર