পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্ভাবনা বিরল । আপনি ও শাস্তা কেমন আছেন কালিদাসকে লিখতে বলে দেবেন। ইতি ১১ ফেব্রুয়ারি ১৯৩• আপনাদের ঐরবীন্দ্রনাথ ঠাকুর > * জুন }* 5 s હૈં Dartington Hall Totnes শ্রদ্ধাস্পদেষু এখনো আপনার প্রেরিত অমৃতবাজারের রিপোর্ট পাই fন । যদি কিছু করতে পারি চেষ্টা করব । কিন্তু যদি হিন্দুমুসলমানে আত্মকলহের বেশী কোনো খবর না পাওয়া যায় তাহলে চুপ করে যাওয়া ছাড়া গতি নেই। পলিটিক্স একটা দূতক্রীড়া । পরস্পরের ছিদ্র অন্বেষণ করে হারজিতের লড়াই । কোনো পক্ষ যদি অন্যায় চাল চালে তবে জগংসভার কাছে তার নিন্দ প্রচার করা চলে । কিন্তু কে বিচার করবে— এ খেলায় ধৰ্ম্মের নিয়ম কেউ তো মানে না। আর দয়ার দোহাই কাকেই বা দেব ? অায়ালাণ্ডে কৃষ্ণপিঙ্গল উপদ্রবের কথা মনে আছে তো ? এত বড়ো নিষ্ঠুর উচ্ছৃঙ্খলতা সমস্ত যুরোপের সামনেই ঘটেচে– অথচ তাদের পরস্পরে রক্তের সম্বন্ধ আছে । গবর্মেন্টকে ঠেলে ফেলতে গেলে গবর্মেন্ট সনাতন রীতি סיס\ צ