পাতা:ভানুসিংহের পত্রাবলী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪৪
ভানুসিংহের পত্রাবলী

তা’র আসন পাতা, সেই তো শিশুকালে তাকে বাঁশীর দীক্ষা দিয়েছিলো, নিশীথরাতের শেষ রাগিণী বাজানো হ’লে তা’রপরে তা’র বাঁশী ফিরে নেবে। আজ কেবলি সেই কথাই আমার মনে প’ড়্‌চে। ইতি, ২০ সেপ্টেম্বর, ১৯২৪।

৫৫

কলিকাতা

 আজ সন্ধ্যাবেলায় ঘন মেঘ ক’রে খুব একচোট বৃষ্টি হ’য়ে গেছে। এখন বৃষ্টি নেই কিন্তু আকাশে মেঘ কালো হ’য়ে জ’মে আছে। প্রশান্ত আর রাণী কোথায় চ’লে গেচে—বাড়িতে কেউ কোথাও নেই—আমি টেবিলের উপর ইলেক্‌ট্রিক্ আলো জ্বালিয়ে দিয়ে তোমাকে চিঠি লিখ্‌তে ব’সেচি। সমস্ত দিন নানা কাজে, নানা লোকের সঙ্গে দেখা-সাক্ষাতে, নানা লেখায় কেটে গিয়েচে। এক মুহুর্ত্ত বিশ্রাম ক’র্‌তে পাইনি—লেখার মাঝে মাঝে খুব ঘুম পেয়েছিলো, কিন্তু ক’ষে ঝাঁকানি দিয়ে ঘুম তাড়িয়ে কাজ ক’রে গেচি। নিজেকে একরকম ক’রে খুঁচিয়ে কাজ করানো