পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাছে আছ তবু গিয়েছ হারায়ে দিশাহারা নিশামাঝে ॥ এ জীবনময় তব পরিচয় এখানে কি হবে শূন্ত ? তুমি যে-বীণার বেঁধেছিলে তার এখনি কি হবে ক্ষুন্ন ? যে-পথে আমার ছিলে তুমি সাথী সে পথে তোমার নিবায়োনা বাতি, আরতিব দীপে আমার এ রাতি এখনো করিয়ো পুণ্য । আজো জ্বলে তব নয়নের ভাতি আমার নয়নময়, মরণসভায় তোমায় আমায় গাব আলোকের জয় | যদি মনে করেন আধুনিক সাহিত্যে এ কবিতা চলবেন ভাহলে ছাপবেননা । আমার সংশয় ছিল, অমিয়র উৎসাহে পাঠাচ্চি । ইতি ১৮ নবেম্বর ১৯৩০ আপনাদের ঐরবীন্দ্রনাথ ঠাকুর $ 8b