পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলকাতায় গিয়ে বদ্যাপীড়িতদের জন্তে কিছু একটা করবার চেষ্টা করব । ইতি ১০ ভাত্র ১৩৩৮ আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর পুঃ– ইংরেজি প্রবন্ধের প্রফ আপনি দেখে দিলেই চলবে। কিছু ক্রটি থাকলে শোধন করে নেবেন । ১ ৮ আগষ্ট ১৯৩১ ઉં শান্তিনিকেতন শ্রদ্ধাস্পদেষু কলকাতায় স্টেজ পাওয়া দুঃসাধ্য হয়েচে । সার পি. সি. পায় আজ তার তরফে অনুরোধ করে পাঠিয়েচেন— বলেচি যদি সমাজ আমাৰ হাতে দেন এবং দর্শক আদি জোগাড় করতে পারেন বে অস্তত একটা অভিনয়ের ফসল তাকে দিতে পারি । সুভাষ বস্থর অনুরোধের উত্তরেও সেই কথা জানাতে হোলো । আমার এবং রথীর শরীরের যে দশ তাতে জিনিষটাকে ঘটিয়ে তোলা আমাদের পক্ষে অসম্ভব । দেশের আর্থিক ছুদিনে অন্যান্য বারের মতো দর্শক হবে বলে আশা Yo Y