পাতা:খগোলবিবরণ (নবীনচন্দ্র দত্ত).pdf/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**8 খগোল বিবরণ । এইৰূপ এক গ্রহ দ্বারা অন্য গ্রহেরও এগণ ইয়। থাকে । খৃষ্টীয় শকের ৭৩৭ অব্দে ১৭ ই মে দিবসে শুক্র দ্বারা বুধের , ১ ১ে১ বর্ষে ৯ ই জানুয়ারিতে মঙ্গল দ্বারা বৃহন্নতির এবং ১৮২৫ বর্মে ও ৩ এ আকটোবর দিবসে চন্দ্র দ্বারা শনির গ্রহণ হইয়াছিল । কিন্তু এই সকল গ্রহের গ্রহণ দীঘ কাল ত স্তরে সংঘটন হয় কারণ তাহাদিগের পরল্পর সমসুত্রপাতে স্থিতি অতি দুখ ট। প্লায় ৪৩০ • বৎসর পূর্বে পৃথিবী, মঙ্গল, শনি, বৃহন্নতি ও হর্শেল এই পঞ্চ প্রধান গ্রহ সমসূত্রে অবস্থিত হইয়াছিল, আর ১১৮৬ খৃঃ অঃ ১৫ই সেপটেম্বরে কন্যা এবং তুলা রাশিতে ঐ ৰূপ গ্রহ সঙ্গম পুনৰ্ব্বার হইয় ছিল । ১৮০১ খৃঃ অঃ সিংহ রাশিতে চন্দ্র, রু হয়fত, শমি এপ', শুক্রের সঙ্গম হইয়াছিল । . পৃথিবীর ছায়। দ্বার। যে চন্দ্রগ্রহণ হয় তাহ ও আমদিগের পূর্বকালীন লোকদিগের অবিদিতছিল না । তাহর প্রমণ, যথা ছাদকে ভাস্করস্যেন্দুর ধঃ স্থো ঘনবস্তুবৃেৎ । ভূস্থায়াং প্রাঙু মুখশ্চন্দ্রে বিশত্যর্থে ভবেদসে । গ্রহণের উৎপত্তি বিষয়ক ক্ষনেকগুলি অপ্রকৃত ও ভ্রমস স্কুল মত আছে, তৎপ্রভাবে অনেকের মনে গ্রহণ “ঘটিত নানা আশঙ্কার উদর হইয়। Aাকে । কোন অসাধারণ কারণ দ্বারা ইহার ঘটনা হয়, এবং ইছার দ্বার। চন্দ্র বা সুর্য ব। পৃথিবীর অমঙ্গল ঘটে, অনেক জাতীয় লোকের এইৰূপ বিশ্বাস পুর্বে ছিল এবং অদ্যপি আছে । পূর্বে রোমানের চঞ্জ গ্রহণকালে তাহাকে যাতনা গ্রন্থ মনে করিয়া তাছার সেই ক্লেশ শাপ্তি জন্য