পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S&to রবীক্স-রচনাবলী পঞ্চম সগ কানন রাত্রি অনিল ললিত। নলিনী ও সখীগণ। বিজয় স্বরেশ বিনোদ প্রমোদ অশোক নীরদ কাননের এক পাশে ললিতার প্রতি অনিলের গান বউ ! কথা কও ! সারাদিন বনে বনে ভ্ৰমিছি আপন মনে, সন্ধ্যাকালে শ্রাস্ত বড়— বউ, কথা ক ও ! শুন লো, বকুল-ডালে লুকায়ে পল্পবজালে পিক-সহ পিকবধূ মুখে মুখ মিলায়ে ছ জনেতে এক প্রাণ গাহিতেছে এক গান, রাশি রাশি স্বরস্থধা বাতাসেরে বিলায়ে । সারাদিন তপনের কিরণেতে তাপিয়া সন্ধ্যাকালে নীড়ে ফিরে আসিয়াছে পাপিয়া । প্রিয়ারে না দেখি তার ঢালিতেছে স্বরধার অধীর বিলাপ তার লতাপাতা-ভিতরে, গলি সে আকুল ডাকে বসি অতি দূর-শাথে প্রাণের বিহগী তার “ষাই যাই” উতরে । অতি উচ্চ শাখে উঠি দেখ লে কপোত দুটি মুখে মুখে কানে কানে কত কথা বলিছে, বুকে বুক মিলাইয়া চঞ্চুপুট বুলাইয়া, কপোতী সে কপোতের আদরেতে গলিছে ! এস প্রিয়ে, এস তবে মধুর — মধুর রবে জুড়াও শ্রবণ মোর— বউ ! কথা কও ! যদি বড় হয় লাজ আমার বুকের মাঝ পাখার ভিতরে মুখ লুকাও তোমার !