পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

D芯8 চিঠিপত্র চেয়ে মাটির ঘর দেখবার জন্যে ভিড় জমবে-– ফলটা আমার পক্ষে সমানই হবে । তোর মা এবার তার মামার দেশে ভ্রমণ শেষ করে সেখানকার পানাপুকুরের ধারের আসসেওড়ার বন থেকে সম্প্রতি শান্তিনিকেতনে এসেছে । মামার বাড়ির জন্যে খুব ধে বেশি মন কেমন করচে তার কোনো লক্ষণ দেখটি নে । পূর্ণিমার হাম হয়েছিল। সেরে উঠচে । আমার এখনো হয়নি। তার সব খবর ভালো | নল বর্ষের তাশালবাদ । ইতি هت ۹ ১ বৈশাখ ১৩৪২ দদমশাঠ