পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎼᏬ চিঠিপত্র গাইয়ে বাজিয়ে মাচিয়ে জোগাড় করে অভ্যেস করানো যেতে পারে। কেউ কেউ আমাদের পরামর্শ দিচ্চে য়ুরোপে চেষ্ট করতে। অনেকের বিশ্বাস ফল পাওয়া যাবে, বিশেষত আমি যদি সঙ্গে থাকি। আমি ভাতৃ মানুষ এ সমস্ত দুঃসাহসিক দায়িত্ব নেবার মতো আমার বুকের পাট নেই। তোরা এতদিনে নিশ্চয় ডার্টিঙটন হলে গিয়ে উঠেছিস্ । জায়গাটা ভালোই। ওখানে বোধ হয় ওর তোর নাচ দেখবার ফরমাস করবে— চীনের মেয়েদের চেয়ে ভালো নাচ চাই । কিন্তু বোধ হচ্চে ওদের পুরুষরাই মেয়ে সেজে নাচে সেই জন্যেই ওদের নাচ এত আশ্চৰ্য্য ভালো হয়। তোমার কৰ্ম্ম নয় ওদের সঙ্গে পাল্লা দেওয়া – উঃ ছেলেমেয়েগুলো কী বিষম চেচাচ্চে--- একটা ভাঙা ঘাট সেইখানে ওরা নাইতে এসেছে--- নাওয়া আর শেষ হয় না । এখানে তার সব ভালো, হাওয়া দিচ্চে খুব মিষ্ট্রি— ভাঙা ঘাটের ফাটলের মধ্যে দিয়ে প্রকাণ্ড একটা বট গাছ উঠেছে, বোটটা ঠাণ্ড থাকে তারি ছায়lয়। ডাঙlটা খুব জঙ্গল, যাতায়াতের পক্ষে সুবিধে নয় কিন্তু

দেখতে বেশ ভালো লাগে । ইতি ২২ মে ১৯৩৫ দাদামশায়